শিলিগুড়ি, ১৮ মে: শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর রেল লাইনের পাশে এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।
রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনের পাশে ওই মহিলার মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
মৃত মহিলার পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে মহিলার পোশাক পড়ে থাকতে দেখা গিয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মহিলাকে খুন করা হয়েছে নাকি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।