শিলিগুড়ি, ২০ এপ্রিলঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে সদ্যোজাত শিশু চুরির ঘটনায় মেডিক্যাল কলেজের নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলো বিজেপি যুব মোর্চা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে খাবার খাওয়ার সময় খড়িবাড়ির বাসিন্দা রঞ্জিতা সিংহকে এক মহিলা সহযোগিতা করার আশ্বাস দিয়ে তার বাচ্চাকে নিজের কাছে রাখে। এর কিছুক্ষণ পরেই মহিলাটি শিশুকে নিয়ে গায়েব হয়ে যায়। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন সুপার ডাঃ সঞ্জয় মল্লিক।
তবে এই গোটা ঘটনায় মেডিক্যাল কলেজের নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে নিখোজ শিশুর বাবাকে সাথে নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিক্ষোভে সামিল হয় বিজেপি যুব মোর্চা। তাদের দাবী অবিলম্বে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে এবং অপরাধীকে গ্রেফতার করতে হবে।