সমস্ত আইনি লড়াই শেষ, আগামীকাল ফাঁসি নির্ভয়ার চার ধর্ষকের

অবশেষে আট বছরের অপেক্ষার অবসান। চার অপরাধীর সমস্ত আরজি খারিজ করে দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট ও সুপ্রিম কোর্ট।পাতিয়ালা হাউস কোর্ট জানিয়েছে, কাল ভোর সাড়ে ৫টায় ফাঁসি হচ্ছে নির্ভয়ার ৪ ধর্ষকের।ইতিমধ্যেই তিহাড় জেলে শুরু হয়েছে প্রস্তুতি।
চার দোষীর দাবি ছিল, তাদের ফাঁসির দিন পিছিয়ে দেওয়া হোক।কারণ এখনও আইনি বিকল্প পেতে পারে তারা।কিন্তু এদিন আদালত জানিয়ে দেয় ওই চারজনের সমস্ত আইনি বিকল্পের পথ বন্ধ এবং আরও ১০০ বার আবেদন করলেও তা গ্রহণযোগ্য হবে না।অন্যদিকে রাষ্ট্রপতিও চার অপরাধির সমস্ত আরজি খারিজ করে দিয়েছেন।


প্রসঙ্গত,২০১২-র ১৬ ডিসেম্বরে দিল্লির রাস্তায় চলন্ত বাসে এক মেডিক্যালের ছাত্রীকে ভয়াবহ অত্যাচার করে গণধর্ষণ করে ছয়জন।ঘটনায় কয়েকদিন পর মৃত্যু হয় নির্যাতিতার।এদিকে ছয় অভিযুক্তের মধ্যে একজন সেই ময় নাবালক থাকায় মুক্তি পেয়ে যায়।আরও একজন জেলের ভেতরেই আত্মহত্যা করে।

(ইন্টারনেট চিত্র)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *