ফাঁসিদেওয়া, ২ এপ্রিলঃ শসা তুলতে বাঁধা দেওয়ায় চাকু দিয়ে হামলা।ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল ফাঁসিদেওয়ার ধামনাগছ এলাকায়।অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ।
জানা গিয়েছে, রবিবার বিকেলে শশা ক্ষেতে চাষ করছিল কৃষক।অভিযোগ, সেইসময় শশা তুলতে যায় এলাকারই যুবক।যুবককে বাঁধা দিলে বচসা শুরু হয়।এরপরই কৃষকের বুকে চাকু দিয়ে আঘাত করে যুবক।ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার ওসি সুমনকল্যাণ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
অভিযুক্ত মনোরঞ্জন বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্ত এলাকারই বাসিন্দা।এদিকে গুরুতর আহত অবস্থায় কৃষককে প্রথমে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতাল এবং পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে আহত কৃষকের পরিবার।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।