জলপাইগুড়ি ফার্মাসি কলেজের পরীক্ষা বাতিলের দাবীতে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের

জলপাইগুড়ি, ১৭ আগস্টঃ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জলপাইগুড়ি ফার্মাসি কলেজের পরীক্ষা।করোনা পরিস্থিতিতে সোমবার পরীক্ষা বাতিলের দাবিতে কলেজে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা।ঘটনাকে কেন্দ্র করে ফার্মাসি কলেজে ব্যাপক উত্তেজনা ছড়ায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতয়ালি থানায় বিশাল পুলিশ বাহিনী কলেজে পৌঁছায়।


জানা গিয়েছে, আগামীকাল জলপাইগুড়ি ফার্মাসি কলেজের চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।এদিকে কলেজ কর্তৃপক্ষের দাবি, হেলথ ইউনিভার্সিটির নির্দেশে করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে বসানোর ব্যবস্থা করা হয়েছ।

আজ কলেজের ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বাতিলের দাবিতে অধ্যক্ষ ও অধ্যাপকদের তালা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।এই বিষয়ে কলেজের এক ছাত্র অভিষেক বিশ্বাস বলেন, সমস্ত কলেজে পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।তবে আমাদের কলজে পরীক্ষা দেওয়ার জন্য বাধ্য করছে।অন্যদিকে, কলেজের এক পড়ুয়া জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।এরফলে আতঙ্কিত পড়ুয়ারা।


এদিকে কলেজের অধ্যক্ষ সৌরভ সিংহা রায় বলেন, করোনা পরিস্থিতিতে পরিকাঠামো রয়েছে পরীক্ষা নেওয়ার।হেলথ ইউনিভার্সিটির নির্দেশেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

 

One thought on “জলপাইগুড়ি ফার্মাসি কলেজের পরীক্ষা বাতিলের দাবীতে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayancasibomcasibom güncel girişcasibom güncelCasibomCasibom Girişholiganbetholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom giriş