৩ ডিসেম্বর থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হতে চলেছে ‘উত্তরবঙ্গ বইমেলা’  

শিলিগুড়ি, ২ ডিসেম্বরঃ আগামী ৩ ডিসেম্বর থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ‘উত্তরের গর্ব উত্তরবঙ্গ বইমেলা’। এবারের ৩৯তম উত্তরবঙ্গ বইমেলা উদ্বোধন করতে চলেছেন প্রখ্যাত গায়ক এবং অভিনেতা অঞ্জন দত্ত।
বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান উত্তরবঙ্গ বইমেলা কমিটির সদস্যরা। জানা গেছে,  এবারের ৩৯তম উত্তরবঙ্গ বইমেলায় থিম রয়েছে “আলোকিত মানুষ চাই”। দিল্লী,  মুম্বাই,  এলাহাবাদ, কলকাতা-সহ প্রতিবেশী বাংলাদেশের প্রখ্যাত প্রকাশনী সংস্থা তাদের সেরা প্রকাশনী নিয়ে উপস্থিত থাকবে বইমেলায়।
এদিন উত্তরবঙ্গ বইমেলার ওয়ার্কিং কনভেনার অলক গন বলেন, ৩ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বইমেলা চলবে। করোনাবিধি মেনে ৫০টি স্টল বসবে এবার। ৮ ডিসেম্বর বইমেলা প্রাঙ্গণে পুরসভার উদ্যোগে বিনামূল্যে করোনা টিকাকরণ করানো হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে। বইমেলার প্রবেশের ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *