প্রশাসনের তৎপরতায় শুরু হয়েছে বেহাল বর্ধমান রোড সংস্কারের কাজ   

শিলিগুড়ি, ৮ জুলাইঃ অবশেষে সমস্যার সমাধান।শুরু করা হয়েছে শিলিগুড়ির বর্ধমান রোডের রাস্তা সংস্কারের কাজ।রাস্তার কাজ শুরু হতেই স্বস্তিতে সাধারণ মানুষ।


শিলিগুড়ির বর্ধমান রোড শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা।এই রাস্তার ওপরই তৈরি হচ্ছে ফ্লাইওভার।যার জেরে একমুখীভাবে যান চলাচল করছে।বৃষ্টির জেরে রাস্তা ভেঙে তৈরি হয়েছিল বড় বড় গর্ত।এরফলে মাঝেমধ্যেই ঘটছিল দুর্ঘটনা।শিলিগুড়ি টাইমসে এই বেহাল রাস্তার খবর সম্প্রচারিত হয়েছিল।  

জানা গিয়েছে,শিলিগুড়ি পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু ঘোষ এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার পিডব্লিউডি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।এরপরই গত ৫ জুলাই থেকে শুরু হয় রাস্তা সংস্কারের কাজ।


স্থানীয়রা বলেন, প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।রাস্তা সংস্কার হওয়ার ফলে সমস্যার সমাধান হল।

এই বিষয়ে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু ঘোষ বলেন, অনেকদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় ছিল।রাস্তা মেরামতের জন্য পিডব্লিউডি এর সঙ্গে কথা বলা হয়।কাজ শুরু হয়েছে, কিছুটা বাকি রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *