উচ্চমাধ্যমিকে স্কুলে প্রথম, আগামীতে বিরাট স্বপ্ন। পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে সাহায্যের আর্জি পরিবারের 

ফুলবাড়ি, ২৫মেঃ বাবা ভাঙারি দোকানের সামান্য বেতনের কর্মী, মেয়ে উচ্চমাধ্যমিকে বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করে গর্বিত করলো পরিবারকে। শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের ছাত্রী কাকলি সাহা, বাড়ি ফুলবাড়ী ১ নম্বর গ্রাম পঞ্চায়ত এলাকায়। উচ্চমাধ্যমিকে মোট ৪৮৩ নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে। অভাবের সংসারে মেয়ের এই সাফল্য গর্বিত করেছে গোটা পরিবারকে। আগামীতে ডাবলুবিসিএস অফিসার হওয়ার ইচ্ছা রয়েছে কাকলির  তবে আর্থিক অনটনের মধ্যে তার স্বপ্ন পূরণ হবে কিনা তা নিয়েই এখন দুশ্চিন্তায়। আর্থিক সাহায্য পেলে তার স্বপ্ন সত্যি হতে পারে।
টিউশন পরিয়ে অথবা কোনো কাজ করে বাবাকে এখন সহযোগিতা করতে চায় সে। কাকলি বলে,  আমার এই সাফল্যে অনেকেই সাহায্য করেছে। এমনও সময় গিয়েছে যে অর্থের অভাবে টিউশন ফি দিতে পারিনি। স্বপ্ন রয়েছে ডাবলুবিসিএস অফিসার হওয়ার। তবে আমি টিউশন পরিয়ে বাবার সহযোগিতা করতে চাই। পরবর্তীতে পড়াশোনার জন্য কেউ যদি সাহায্যের হাত বাড়িতে দেয়। তাহলে আমার স্বপ্ন পূরণ হবে। 
কাকলির মা বলেন,  আমার দুই মেয়ে। বড়ো মেয়ে বিদ্যালয়ের প্রথম হয়েছে। মেয়ের স্বপ্নপূরণে আর্থিক প্রতিকূলতা রয়েছে। তবে কেউ যদি সাহায্যের হাত বাড়িতে দেয় তাহলে খুব উপকৃত হব। অনেক কষ্ট করে মেয়েকে পড়ানো হচ্ছে। মাঝেমধ্যে লোন নিয়ে পড়াশোনার খরচ মেটাতে হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *