ফুলবাড়ি, ১৮ মেঃ ফুলবাড়ির ভিডিওকন মাঠে সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতি খতিয়ে দেখতে এলেন মন্ত্রী ও বিধায়ক।
তিনদিনের উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে আগামী মঙ্গলবার তিনি উত্তরকন্যা সংলগ্ন ফুলবাড়ির ভিডিওকন মাঠে সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন।
জানা গিয়েছে, সফরের শুরুতেই আগামীকাল মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি পৌঁছানোর কথা রয়েছে।দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। এরপর মঙ্গলবার সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।
এই উপলক্ষে আজ ভিডিওকন মাঠে প্রস্তুতির খোঁজ নিতে আসেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী বুলু চিক বড়াইক এবং রাজগঞ্জের বিধায়ক খকেশ্বর রায়। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনিক আধিকারিক ও এলাকার অন্যান্য জনপ্রতিনিধিরা। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, বসার জায়গা ও অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখেন তারা।