শিলিগুড়ি, ১১ অক্টোম্বরঃ অবৈধভাবে গোডাউনে মজুত করে রাখা হয়েছিল বার্মাটিক কাঠ এবং প্রচুর আসবাবপত্র।অভিযান চালালো বেলাকোবা বন দপ্তর।যদিও ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
জানা গিয়েছে, বেলাকোবা বনবিভাগের রেঞ্জার সঞ্জয় দত্তের কাছে খবর আসে যে ভক্তিনগর থানার অন্তর্গত শালুগাড়া পোস্ট অফিস মোড় এলাকায় একটি গোডাউনে প্রচুর পরিমাণে অবৈধ আসবাবপত্র মজুত করে রাখা হয়েছে।এই খবর পেয়েই বনকর্মী এবং ভক্তিনগর থানার আইসির সহযোগিতায় গোডাউনে অভিযান চালায় রেঞ্জার সঞ্জয় দত্ত।গোডাউন মালিককে ডাকা হলেও তিনি আসেননি।এরপর গোডাউনের তালা ভেঙে তিন ট্রাক আসবাবপত্র এবং বার্মা টিক কাঠ উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া আসবাবপত্র এবং কাঠের বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
এই বিষয়ে রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন, অবৈধভাবে আসবাবপত্র বানিয়ে সেখানে মজুত করে রাখা হয়েছিল।প্রাথমিক তদন্তে গোডাউন মালিক এবং কর্মীদের ৩০ দিনের নির্দেশ দেওয়া হয়েছে।এরপর বনবিভাগের তরফে ব্যবস্থা নেওয়া হবে।