তীব্র গরমে পশুপাখিদের কুল রাখতে বিশেষ ব্যবস্থা শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে

শিলিগুড়ি, ১৮ এপ্রিলঃ ঠান্ডা জলে স্নান, আইস কিউব, খাবারের তালিকা অনুযায়ী ওআরএস, সৈন্ধব লবণ।তীব্র গরমে পশুপাখিদের কুল রাখতে বিশেষ ব্যবস্থা শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে।


এপ্রিল মাসের তীব্র গরমে বর্তমানে হাঁসফাঁস অবস্থা মানুষের।এই পরিস্থিতিতে নাজেহাল অবস্থা পশুদেরও।এরফলে মানুষের পাশাপাশি পশুদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে।এই কারণে পশুদের কথা মাথায় রেখে বিশেষ প্রস্তুতি নিয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ।

বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের তরফে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এরজন্য তৈরি হয়েছে বিশেষ টিম।পশুদের স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে গরমের হাত থেকে তাদের বাঁচানোর সব ধরণের ব্যবস্থা করছেন বনকর্মীরা।পার্কের সমস্ত পুকুরে রাখা হয়েছে পর্যাপ্ত ঠান্ডা জল।আর এই ঠান্ডা জলে শরীর কুল করতে ব্যস্ত পশুরা।পাশাপাশি খাবারের তালিকা অনুযায়ী দেওয়া হচ্ছে ওআরএস এবং সৈন্ধব লবণ।গোটা বিষয়টি নজর রাখছেন চিকিৎসকেরা।


বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, এই প্রচন্ড গরমে বাঘেদের জন্য পার্কের পুকুরে ঠান্ডা জল ভরে দেওয়া হয়েছে।অন্যদিকে ভাল্লুকের এনক্লোজারে জলে প্রতিদিনই দেওয়া হচ্ছে বরফ।পার্কের অন্যান্য জীব জন্তুদেরও ঠান্ডা জলে স্নান করানো হচ্ছে।

এই বিষয়ে বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার বলেন, তীব্র গরমে পার্কের পশুপাখিদের স্বস্তি দিতে সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে।খাওয়া দাওয়া সহ সমস্ত বিষয়ের ওপর বিশেষ নজর রাখছেন বনকর্মীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO