ডুয়ার্সের পর্যটনকেন্দ্র মূর্তিতে শুরু ঘোড়া সাফারি

জলপাইগুড়ি, ৩ জানুয়ারি: ডুয়ার্সের অন্যতম পর্যটন কেন্দ্র মূর্তিতে এবার ঘোড়ার পিঠে চড়ে ঘুরতে পারবে পর্যটকরা।বেসরকারিভাবে মূর্তিতে শুরু হলো ঘোড়া সাফারি।প্রায় এক কিমি ঘোড়া সাফারির জন্য পর্যটক পিছু দিতে হবে ১০০ টাকা।মূর্তিতে ঘোড়া সাফারি শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি পর্যটকরা।জানা গিয়েছে, ২৩ ডিসেম্বর থেকে মূর্তিতে শুরু হয়েছে ওই সাফারি।


কেরণের বাসিন্দা দোলন কর্মকার জানান, পাঞ্জাব থেকে ঘোরা নিয়ে এসেছেন।আগে লালঝামেলা বস্তিতে চলতো ওই ঘোড়া।কিন্তু এবছর লালঝামেলা বস্তিতে সেইভাবে লোকজন যাচ্ছে না।তাই ব্যবসাও ভালো হচ্ছে না।তাই তিনি এবছর ঘোড়াটি মূর্তিতে নিয়ে এসেছেন।মূর্তিতে ভালো ব্যবসা হচ্ছে বলে তিনি জানান।

এদিকে বড়োদিন থেকেই মূর্তিতে বিভিন্ন এলাকার মানুষের ভিড় উপচে পড়ে।মূর্তিতে ঘোড়া সাফারি চালু হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরাও।এরফলে আরো বেশি করে পর্যটক মূর্তিতে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।


পর্যটকেরা জানান,এটা দারুন উদ্যোগ।বড়োদের পাশাপাশি শিশুরাও ঘোড়ার পিঠে চড়ে আনন্দ পাচ্ছে।মূর্তির প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঘোড়ার পিঠে চড়ে ঘোরার আনন্দই আলাদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme BonuslarCasibom Giriş