১১ জানুয়ারি বন্ধ থাকছে শিলিগুড়ি থেকে দার্জিলিং-মিরিকগামী গাড়ি

শিলিগুড়ি,৯ জানুয়ারিঃ আগামী ১১ জানুয়ারি বন্ধ থাকছে শিলিগুড়ি থেকে দার্জিলিং ও মিরিক গামী গাড়ি। তরাই চালক সংগঠনের সমাবেশের জন্য সেদিন সংগঠনের ৫০০-৬০০ চালক গাড়ি চালানো বন্ধ রাখবেন।


শনিবার শিলিগুরিতে একটি সাংবাদিক বৈঠক করেন সংগঠনের সদস্যরা। ২০১২ সালের পর থেকে শিলিগুড়ি থেকে দার্জিলিং গামী গাড়ির সরকারি নির্ধারিত যাত্রীভাড়া ১৩০ টাকা থেকে আর বাড়েনি। ফলে এখন চালকদের সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন চালকেরা। এছাড়াও এখন টাইগার হিল যেতে গেলে পর্যটকদের দার্জিলিং পুলিশের থেকে অনুমতি নিতে হয়।

সংগঠনের কর্মকর্তারা জানান, এই অনুমতি নিতেই ১ দিন সময় লেগে যাচ্ছে। ফলে পর্যটকদের নিয়ে যে চালকেরা যাচ্ছেন তাঁদের গাড়ি নিয়ে চলে আসতে হচ্ছে সেদিন। যেকারণে শিলিগুড়িতেও একটি অনুমতি কেন্দ্র খোলার দাবি করা হয়েছে। যাতে করে একদিনেই পর্যটকদের নিয়ে টাইগার হিল থেকে ফিরে আসতে পারেন গাড়ি চালকেরা।  সেই দাবি নিয়ে জেলা প্রশাসনকে চিঠিও পাঠানো হয়েছে সংগঠনের তরফে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *