বিয়ের মাত্র একবছরের মাথায় বিষ খেয়ে আত্মঘাতী দম্পতি!ঘটনায় হতবাক পরিবার ও প্রতিবেশীরা

রাজগঞ্জ, ২৬ মেঃ বিয়ের মাত্র একবছরের মাথায় বিষ খেয়ে আত্মঘাতী দম্পতি!এমন ঘটনায় হতবাক প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা।রাজগঞ্জের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের মেনঘরা গ্রামের ঘটনা। মৃত দম্পতির নাম জিয়ারুল মহম্মদ ও আলিমা খাতুন।


পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে ভালোবেসে বিয়ে করেছিল জিয়ারুল মহম্মদ ও আলিমা খাতুন।জিয়ারুল রাজমিস্ত্রির কাজ করতো। বাড়িতে বাবা-মা ও দাদা-দিদি রয়েছে। গত বুধবার রাতে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে জিয়ারুল ও আলিমা। রাতে জিয়ারুলের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে দেখেন দুজনই বিষ খেয়েছে। সঙ্গে সঙ্গে তাদেরকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সেখানেই দুজনের মৃত্যু হয়। তবে কি কারনে এমন ঘটনা ঘটালো তা বুঝতে পারছে না তার পরিবারের সদস্যরা।গোটা ঘটনায় হতবাক পরিবার ও প্রতিবেশীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanCasibomCasibom Girişholiganbetholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom giriş