শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা।শাস্ত্র অনুযায়ী প্রতিবছরের মত এবছরও শিলিগুড়ির মহানন্দা নদীতে তর্পণ করলেন শিলিগুড়ির মানুষ।মহালয়ের সকালে বৃষ্টিকে উপেক্ষা করে পূর্বপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ করেন শিলিগুড়িবাসী।এদিন মহানন্দা নদীতে তর্পণ করেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
তর্পনের পর শিলিগুড়িতে কুমোরটুলিতে গিয়ে দেবী দূর্গার চক্ষুদান করেন তিনি।এদিন রঞ্জন সরকার বলেন, মহালয়ার সকালে পিতৃপুরুষদের শ্রদ্ধা জানানো হল।প্রচুর মানুষ তর্পন করলেন।দুবছর করোনর কারণে মায়ের আরাধনা করতে পারিনি।এবারে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে তা বাস্তবায়িত হবে।সকলের মঙ্গল কামনা করেন তিনি।