শিলিগুড়ি, ১ অক্টোম্বরঃ ফের পাচারের আগে কোটি টাকার সোনার বিস্কুট সহ দুজনকে গ্রেফতার করল ডিআরআই।ধৃত দুজন মিজোরামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ডিআরআই এর কাছে গোপন সূত্রে খবর আসে যে ইন্দো মায়ানমার সীমান্ত থেকে গুয়াহাটি হয়ে রাজধানী এক্সপ্রেসে দিল্লিতে সোনা পাচার করা হবে।এই খবরের ভিত্তিতে এনজেপি স্টেশনে রাজধানী এক্সপ্রেসে অভিযান চালায় ডিআরআই।ট্রেনে থাকা দুই ব্যক্তিকে সন্দেহ হওয়ায় তাদের তল্লাশি নেওয়া হয়।তল্লাশি চালিয়ে দুজনের জুতোর মধ্যে থেকে উদ্ধার হয় ৪ পিস সোনার বিস্কুট।উদ্ধার হওয়া সোনার কোনো বৈধ নথী দেখাতে না পারায় ২ দুজনকে গ্রেফতার করে ডিআরআই।
ডিআরআই সূত্রে খবর, উদ্ধার হওয়া সোনার ওজন ২ কিলো।যার বাজার মূল্য ১ কোটি টাকার বেশি।গতকাল ধৃতদের আদালতে পেশ করা হলে দুজনকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।