খড়িবাড়ি,২৫ আগস্টঃ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একাধিক দুর্নীতির অভিযোগ তুলে খড়িবাড়িতে অবস্থান বিক্ষোভ সমাবেশ করল কংগ্রেস।
বৃহস্পতিবার খড়িবাড়িতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের কাটমানি, গরু পাচার, কয়লা চুরি, নদী থেকে বালি ও পাথর চুরি নিয়ে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়।উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি শঙ্কর মালাকার, অমিতাভ সরকার, সন্তোষ সিং, অভিরাজ সুব্বা, রোহিত তিওয়ারি সহ অন্যান্যরা।
শঙ্কর মালাকার জানান, ৯ আগস্ট থেকে গোটা দেশে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার আর কেন্দ্রে বিজেপির সরকারের জেরে চারিদিকে একাধিক কেলেঙ্কারি হয়েছে।রাজ্যে তৃণমূল নেতাদের বাংলার কালচার থেকে মুক্ত করতে আমাদের আন্দোলন।এই আন্দোলন আগামীদিনে আরো বৃহত্তর হবে।