শিলিগুড়ির বিধান মার্কেটে সিএএ ও এনআরসি নিয়ে প্রচার বিজেপির

শিলিগুড়ি,১১ ফেব্রুয়ারিঃ সিএএ ও এনআরসি নিয়ে শিলিগুড়ির বিধান মার্কেটে প্রচার চালালো শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি। আজ বিধান মার্কেটের সবজি বাজারে সিএএ ও এনআরসি সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতিটি ব্যবসায়ীকে লিফলেট প্রদান করে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি।


সেখানে উপস্থিত ছিলেন বান্টি আগারওয়াল ও মনা দে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক বিজেপি কর্মী জানান, “সিএএ ও এনআরসি নিয়ে জনগণকে যে ভুল বোঝানো হচ্ছে। তাই আমরা লিফলেট বিলি করছি”। তিনি আরও বলেন, এই কর্মসূচী লাগাতার চলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomCasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom girişCasibom Girişcasibomcasibomcasibom 780