শিলিগুড়িতে শুরু হল ফুলমেলা  

শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারিঃ হর্টিকালচার সোস্যাইটির তরফে শিলিগুড়িতে আয়োজিত হল ৩৮ তম ফুলমেলা। শিলিগুড়ির কাঞ্চঞ্জঙ্ঘা স্টেডিয়ামেই এই ফুলমেলা শুরু হয়েছে। মেলায় রংবেরঙয়ের ফুলের পাশাপাশি সবজি ও অন্যান্য স্টলও রয়েছে। এই প্রথমবার ফুলমেলায় এমবী এবং মনোকামনা বিল্ডার্স এর তরফে রিয়েল স্টেটের স্টল বসানো হয়েছে। এবারের মেলায় এমবী ও মনোকামনা বিল্ডার্সের স্টলটি মূলত মেলার আকর্ষণের কেন্দ্রবিন্দু।


 

এই ফুলমেলায় এসে আপনি আপনার স্বপ্নের বাড়ি তৈরির স্বপ্ন সত্যি করতে পারবেন। এখানে এসে বাড়ি তৈরির বিভিন্ন বিষয়ে পুরো তথ্য পেয়ে যাবেন। ৭৮টি স্টল নিয়ে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ফুল মেলা। পাশাপাশি সেমিনারেরও ব্যাবস্থা করা হয়েছে। গত বছর ৩ কোটি টাকা ব্যবসা হয়েছিল আর এবার তার থেকেও বেশি হওয়ার আশায় রয়েছেন উদ্যগতারা।     


 

এই বিষয়ে এমবী ও মনোকামনা বিল্ডার্সের তরফে জানানো হয়েছে এই ফুলমেলায় এসে মানুষ তাদের স্বপ্নের বাড়ি দেখতে পারবেন। বাড়ি কেনার বিষয়ে সমস্ত তথ্যও পেয়ে যাবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *