৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার ২

বাগডোগরা, ৩ জানুয়ারিঃ ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ ২ জনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানা ও এসওজি আধিকারিকেরা।ধৃতদের নাম মোকাফর আলী (২৯) ও তোফাজুল এসকে(৩০)।ধৃতরা জলপাইগুড়ি ও মালদার বাসিন্দা।


জানা গিয়েছে, মোটরসাইকেলে করে ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্যে শিলিগুড়িতে যাচ্ছিল ধৃতরা।এই খবর পেয়েই বাগডোগরা থানা ও এসওজি টিম যৌথভাবে অভিযান চালিয়ে রাঙাপানি থেকে দুজনকে গ্রেফতার করে।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ৫০০ গ্রাম ব্রাউন সুগার।

আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

deneme bonusuMARScasibomcasibom girişCasibom Bonuscasibomcasibom mobil girişhttps://www.cellerini.it/casibom girişcasibomcasibom güncelcasibom girişcasibom girişgirişcasibom girişcasibom girişcasibom girişcasibom