৮৫টি গরু উদ্ধার, ধৃত ৪

খড়িবাড়ি, ১৩ ডিসেম্বরঃ বিভন্ন জায়গায় অভিযান চালিয়ে ৮৫টি গরু উদ্ধার করল এসএসবি’র ১৯ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা।


জানা গিয়েছে, উপ-কমান্ডেন্ট নবীন কুমার রায়ের নেতৃত্বে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গরুগুলিকে উদ্ধার করে জওয়ানরা।এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের নাম রাজা হুসেন, আশিক অনোয়ার, মহম্মদ ইয়াসির এবং জোর মহম্মদ।গ্রেফতার ৪ জনকে পার্শ্ববর্তী থানার হাতে তুলে দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişJOJOBETjojobet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom canlı casinocasinobahisdeneme bonusu veren siteler 2024casibomcasibom giriş