আমবাড়ি-গজলডোবা রাস্তায় বাইক ও চার চাকা গাড়ির সংঘর্ষ, মৃত্যু বাইক চালকের

রাজগঞ্জ, ৯ ডিসেম্বরঃ আমবাড়ি-গজলডোবা রাস্তার শিমূলগুড়ি সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর।শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি চার চাকার গাড়ি গজোলডোবার দিকে যাচ্ছিল।সেইসময় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয় চার চাকা গাড়ির।ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের।এদিকে চার চাকার গাড়িটি রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়।

যদিও মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি।খবর পেয়ে ঘটনাস্থলে ক্যানেলমোড় ট্রাফিক গার্ড ও মিলনপল্লী ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে পাঠিয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


2 thoughts on “আমবাড়ি-গজলডোবা রাস্তায় বাইক ও চার চাকা গাড়ির সংঘর্ষ, মৃত্যু বাইক চালকের

  1. Ajay roy says:

    Biswajit khub valo lok chilen… Amra eksonge kaj kortam sokal theke onek bar kotha hoyechilo phone but vabte pari ni asob kichu hobe..

  2. বিশ্বজিতের প্রতিবেশী says:

    Private Limited Company তে চাকুরী মানেই অতিরিক্ত মানসিক চাপ। আর তার ফল এধরনের দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

deneme bonusuMARScasibomcasibom girişCasibom Bonuscasibomcasibom mobil girişhttps://www.cellerini.it/casibom girişcasibomcasibom güncelcasibom girişcasibom girişgirişcasibom girişcasibom girişcasibom girişcasibom