শিলিগুড়ি, ১১ ফেব্রুয়ারিঃ তাঁর সুরের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া। বলিউড থেকে টলিউড, একের পর এক হিট গান তিনি উপহার দিয়েছেন।তিনি নিজে একজন মাটির মানুষ।সেই অরিজিৎ সিং এবার আসতে চলেছেন শিলিগুড়িতে।ঠিকই শুনছেন, আগামী কয়েকদিনের মধ্যেই শিলিগুড়িতে অরিজিৎ সিংয়ের কনসার্ট হতে চলেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিলিগুড়িবাসী হয়তো এতোদিনে জেনে গিয়েছেন যে অরিজিৎ সিংয়ের শো হতে চলেছে শিলিগুড়িতে।
সম্প্রতি শো'য়ের একটি পোস্টারও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আগামী ১ এপ্রিল শিলিগুড়িতে আসছেন অরিজিৎ সিং। অনেকেই ভাবছেন হয়তো এপ্রিল ফুল করা হচ্ছে। কিন্তু না, এমনটা ভাবলে আপনিই বোকা হবেন। ১ এপ্রিলই শিলিগুড়িতে অরিজিৎ সিংয়ের কনসার্ট হচ্ছে।
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই কনসার্ট হবে। প্রচুর দর্শক যাতে আসতে পারেন সেকারণেই স্টেডিয়ামে কনসার্টটি হবে। তবে টিকিটের দাম কি থাকছে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। কয়েকদিনের মধ্যে আয়োজকদের তরফে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক হবে। যেখানে এই কনসার্টের ব্যাপারে সমস্ত তথ্য জানানো হবে। কত টিকিট থাকছে ও টিকিটের কি দাম থাকছে সবটাই জানানো হবে। মূলত অনলাইনে শোয়ের টিকিট পাওয়া যাবে বলে জানানো হয়েছে আয়োজকদের তরফে।
Siliguri matigara
Good News 👍
Good news 👏 👍
খুব ভালো খবর 👍👍👍👍
খুব ভালো খবর 👍👍👍👍