রাসমেলার ডিউটি শেষ করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি, আহত বেশকয়েকজন

কোচবিহার, ১৮ ডিসেম্বরঃ রাসমেলার ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে কোচবিহারের ঘোকসাডাঙা এলাকায় দুর্ঘটনার কবলে পড়লো পুলিশের গাড়ি।ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী।আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।


জানা গিয়েছে, রবিবার রাতে রাস মেলার ডিউটি শেষ করার পর কালিম্পং এর উদ্দেশ্যে ফিরছিল পুলিশের একটি বাস।সেইসময় ঘোকসাডাঙ্গা আমবাড়ি এলাকায় রাস্তায় একটি পিকআপ ভ্যান আগে থেকেই দাঁড়িয়ে ছিল।নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের বাসটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা মারে।এরপর রাস্তার পাশে নয়ানজুলিতে চলে যায় গাড়িটি।ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন।আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।৩ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomCasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom girişCasibom Girişcasibomcasibomcasibom 780