দুঃস্থদের কম্বল বিতরণ করল শিলিগুড়ির বেশকিছু যুবক

শিলিগুড়ি, ১ জানুয়ারিঃ নতুন বছরকে একটু অন্যরকমভাবে পালন করল শিলিগুড়ির বেশকিছু যুবক।৩১ ডিসেম্বর রাতে শিলিগুড়িতে প্রায় ৩০ জনকে কম্বল ও বিস্কুট বিতরণ করেন তারা।


জানা গিয়েছে, শিলিগুড়ি জংশন, বাস স্ট্যান্ড সহ মাল্লাগুড়ি হনুমান মন্দিরের পাশে থাকা দুঃস্থদের হাতে কম্বল ও বিস্কুট তুলে দেন।

এদিনের কর্মসূচীতে ছিলেন মহেজ কুমার প্রসাদ, সুরজ কুমার গুপ্তা, রাকেশ কুমার রাম, শঙ্কর যাদব, মণীষ কুমার ঝা এবং অমলেশ চক্রবর্তী।  


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO