গাঁজা ও চরস সহ গ্রেফতার ব্যক্তি

খড়িবাড়ি,২৩ জানুয়ারিঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চরস ও গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল এসএসবির ১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা।


জানা গিয়েছে,এসএসবির ১৯ নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্ট নবীন কুমার রায়ের নেতৃত্বে কদ্দুভিটা কোম্পানি ক্যাম্পের জওয়ানেরা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে চরস ও গাঁজা সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।ধৃতের কাছ থেকে ৫৮২ গ্রাম চরস ও ২৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARScasibomcasibom girişCasibom Bonuscasibom mobil girişhttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahiscasibom resmi giriş