ইন্দো-নেপাল ক্যারাটে চ্যাম্পিয়ানশিপে ৮টি পদক জয়, পদকজয়ীদের সংবর্ধনা প্রদান

শিলিগুড়ি, ১০ সেপ্টেম্বরঃ ইন্দো-নেপাল ক্যারাটে চ্যাম্পিয়ানশিপে শহরের নাম উজ্জ্বল করলো শিলিগুড়ির প্রতিযোগীরা।ক্যারাটে চ্যাম্পিয়ানশিপে জয়ী প্রতিযোগীকে শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের জাতীয় শক্তি সংঘ এবং পাঠাগারের তরফে সম্মানিত করা হল।


জানা গিয়েছে, গত ২-৩ সেপ্টেম্বর নেপালের কাঠমন্ডুতে ইন্দো-নেপাল ক্যারাটে চ্যাম্পিয়ানশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিলিগুড়ির প্রতিযোগীরা।তাদের মধ্যে ৩টি স্বর্ণ পদক, ২টি রৌপ্য পদক এবং তিনটি ব্রোঞ্জ পদক জয় করে শিলিগুড়ির ৫ জন প্রতিযোগী।আজ পদকজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়।

এই বিষয়ে জাতীয় শক্তি সংঘ ক্লাবের সম্পাদক অভিজিৎ কর্মকার জানান, নেপালে আয়োজিত ক্যারাটে চ্যাম্পিয়ানশিপে ৯ জন পদক জয় করেছে।এতে আমরা খুশি।আজ ক্লাবের তরফে ভারত এবং শিলিগুড়ির নাম উজ্জ্বল করা সেইসমস্ত প্রতিযোগীদের সম্মানিত করা হল।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomholiganbet girişcasibom girişCasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanCasibom Girişcasibomcasibom güncel girişcasibom güncelCasibomCasibom Girişholiganbetholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel giriş