নকশালবাড়ি, ১৬ নভেম্বরঃ ছট পুজো উপলক্ষে ছট ব্রতীদের মধ্যে পুজোর সামগ্রী বিতরণ করলেন নকশালবাড়ি দয়ারাম জোতের প্রাক্তন বনভূমি কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ।
তিনি বলেন, গত কয়েক বছর ধরে তিনি পুজোর সামগ্রী বিতরণ করে আসছেন।এদিনও তিনি ছট ব্রতীদের মধ্যে আবশ্যক পুজোর সামগ্রী বিতরণ করেন।