রাজ্যের অরেঞ্জ জোনে দার্জিলিং ও জলপাইগুড়ি

ইতিমধ্যেই করোনা সংক্রমণের নিরিখে তিনটি জোনের তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার।যার মধ্যে অরেঞ্জ জোনে রয়েছে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাও।এছাড়াও অরেঞ্জ জোনে রয়েছে উত্তরবঙ্গের কালিম্পং ও মালদা।


অন্যদিকে রাজ্যে অরেঞ্জ জোনে রয়েছে সাউথ ২৪ পরগণা,হুগলি,পশ্চিম মেদিনীপুর,পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান,নদিয়া,মুর্শিদাবাদ।

এদিকে রেড জোনে রয়েছে কলকাতা,নর্থ ২৪ পরগণা,হাওড়া,পূর্ব মেদিনীপুর।
গ্রিন জোনে রয়েছে আলিপুরদুয়ার,কোচবিহার,উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর,বীরভূম,বাঁকুড়া,পুরুলিয়া,ঝাড়গ্রাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme BonuslarCasibom Girişcasibom güncel girişcasibomcasibomcasibom girişbonus fırsatıDeneme Bonusu 2024bonus 2024deneme bonusu 2024CASİBOMcasibomcasibom giriş