পুজোর আগে একাধিক উন্নয়নমূলক কাজের উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি পুরনিগম

শিলিগুড়ি, ১০ অক্টোবরঃ পুজোর আগে একাধিক উন্নয়নমূলক কাজের উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলী।শনিবার সাংবাদিক বৈঠক করে পুজো প্রস্তুতি নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানালেন  প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।


পুজোর আর হাতেগোনা কয়েকদিন বাকি।প্রত্যক বছর পুজোর আগে শহরকে সাজিয়ে তুলতে পুরনিগম উদ্যোগ গ্রহণ করলেও এবারে কোনোরকম উদ্যোগ গ্রহণ করেনি এমনটাই অভিযোগ এনেছিল বিরোধীদল তৃনমূল কংগ্রেস।এরপরই যুদ্ধকালীন তৎপরতায়  জঞ্জাল অপসারণ, পানীয় জল সরবরাহ, রাস্তা সংস্কার, পুজোর ঘাট নির্মাণ থেকে শুরু করে গরীব মানুষদের বকেয়া ভাতা সহ  একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিংয়ে এই বিষয়ে আলোচনা সেরেছেন অশোক বাবু।তিনি জানান,পুজোর আগেই দ্রুততার সঙ্গে সমস্ত কাজ শেষ করার চেষ্টা করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme BonuslarCasibom Girişcasibom güncel girişcasibomcasibomcasibom girişbonus fırsatıDeneme Bonusu 2024bonus 2024CASİBOMcasibomcasibom girişAvrupa Yakası Escortcasibom girişcasibomcasibom