দেশবন্ধু পাড়ার ঐক্যতান পুজা কমিটির শ্যামা পুজোর উদ্বোধন করলেন প্রশাসক গৌতম দেব

শিলিগুড়ি, ৩ নভেম্বরঃ ৩০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ার ঐক্যতান পুজা কমিটির শ্যামা পুজোর  উদ্বোধন করলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।


জানা গিয়েছে, এই ক্লাবের পুজো এবারে ৪ বছরে পদার্পণ করেছে।উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার ও প্রধাননগর রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের মহারাজ  রাঘবানন্দজী, পুজা কমিটির সম্পাদক সুবীর সরকার, সভাপতি পার্থ দাস সহ অন্যান্যরা।

এদিন প্রদীপ প্রজ্জলন ও ফিতে কেটে পুজোর উদ্বোধন করা হয়।পাশাপাশি এদিন ৮০ জন দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন প্রশাসক গৌতম দেব, রঞ্জন সরকার ও রাঘবানন্দজী মহারাজ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş