শিলিগুড়ির ইসকনে জগন্নাথ,বলরাম, সুভদ্রার স্নানযাত্রার আয়োজন

শিলিগুড়ি, ১৪ জুনঃ আগামী ১ জুলাই রথযাত্রা।তার আগে মঙ্গলবার শিলিগুড়ির ইসকন মন্দিরে নিয়ম-নিষ্ঠার সঙ্গে পুজো-অর্চনার মাধ্যমে জগন্নাথ,বলরাম, সুভদ্রার স্নানযাত্রার অনুষ্ঠান সম্পন্ন হল।এদিন বিশেষ পূজোর মাধ্যমে ঘি, মধু, দহি, দুধ দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয়।


ইসকন মন্দিরের তরফে নামকৃষ্ণ দাস বলেন, আজ স্নানযাত্রা অনুষ্ঠিত হল।আর ১৫ দিন পর রথযাত্রা।করোনা আবহ কাটিয়ে এবছর ধুমধাম করে পালিত হবে রথযাত্রা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayancasibomcasibom güncel girişcasibom güncelCasibomCasibom Girişholiganbetholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom giriş