শিলিগুড়ি, ৭ জুলাইঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলার মানুষের খবর নিতে শিলিগুড়ি পৌঁছালেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও মলয় ঘটক।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে থেকে সড়কপথে সোজা চলে যান আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।সেখানে সাধারণ মানুষেরা কি অবস্থায় রয়েছেন তা খতিয়ে দেখবেন।পরবর্তীতে শিলিগুড়ি হয়ে ফের কলকাতায় যাবেন তারা।
মন্ত্রী অরুপ বিশ্বাস জানান, রাজনৈতিক কর্মসূচি থাকলেও মূলত এই ৩ জেলার মানুষ কি অবস্থায় রয়েছে বিশেষ করে তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন।
In Siliguri, we need complete and strict
lockdown with 144 act.