উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে শববাহী গাড়ি প্রদান করলো পুরনিগম  

শিলিগুড়ি, ৩ জুনঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে একটি শববাহী গাড়ি প্রদান করল শিলিগুড়ি পুরনিগম।শনিবার পুরনিগম থেকে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের হাতে গাড়ির চাবি তুলে দেন মেয়র গৌতম দেব।


সম্প্রতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে মৃত শিশুকে ব্যাগে করে নিয়ে কালিয়াগঞ্জে বাড়িতে ফেরেন বাবা।সেই ঘটনার পরই পুরনিগমের পক্ষ থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে একটি শববাহী গাড়ি দেওয়ার কথা জানিয়েছিলেন মেয়র।সেইমত শনিবার মেডিক্যাল কর্তৃপক্ষকে শববাহী গাড়ি তুলে দেওয়া হল।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomHoliganbet GirişMeritkingMarsbahis Yeni